একুশে বইমেলা

শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’র দ্বিতীয় সংস্করণ প্রকাশিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’ গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। গত ১ ফেব্রুয়ারি এ বইয়ের প্রথম মুদ্রণ প্রকাশিত হয়। সাড়ে ৩০০ টাকা মূল্যের এ বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। আজ বুধবার প্রকাশক ওসমান গণি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বইটি সম্পর্কে বলা হয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর রাষ্ট্রক্ষমতায় যে স্বৈরতন্ত্রের অভিষেক হয় তা স্থায়ী হয়েছিল দীর্ঘদিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ হাসিনার আপষহীন মনোভাব, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার নিষ্ঠা, একাগ্রতা, সংগ্রাম ও ত্যাগ-তিতীক্ষা তাকে একইসঙ্গে নিজ দেশে ও বিশ্বব্যাপী করে তুলেছে অনন্য নেত্রী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তিনি  (শেখ হাসিনা) হারানো গণতন্ত্রকে ফিরিয়ে এনে রাষ্ট্রক্ষমতায় পুনপ্রতিষ্ঠিত করেছেন। তিনি গণতন্ত্রের মানসকন্যা। তিনি মনে করেন ‘সবার উপর মানুষ সত্য’। বইটির প্রবন্ধসমূহে একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেত্রী, একজন মানবতাবাদী নারী এবং একজন সচেতন লেখকের যৌথ বয়ান বিবৃত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক।এমইউ/জেডএ/পিআর

Advertisement