রাজনীতি

খালেদার বাসায় রুদ্ধদ্বার বৈঠকে বি. চৌধুরী

‘অনানুষ্ঠানিক এবং রুদ্ধদ্বার’ বৈঠকে আসন্ন সিটি করপোরেশন নিয়ে আলোচনা করতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসায় গিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ড. বদরুদ্দোজা চৌধুরী। বিকল্পধারা বাংলাদেশের একটি সূত্রে এ খবর জানা গেছে। রাত ১০টার পরে তিনি বিএনপি নেত্রীর বাসায় প্রবেশ করেছেন বলে জানিয়েছে সূত্রটি ।  সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বাতিলের পর সেখানকার অন্য প্রার্থী বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীকে সমর্থনের বিষয়টি সম্প্রতি আলোচনায় এসেছে। যদিও জানা গেছে, বিএনপি জোটের শরিকরা মাহী সম্পর্কে প্রকাশ্যে-অপ্রকাশ্যে নেতিবাচক মনোভব পোষণ করছেন। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলের একমাত্র প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর প্রার্থীতা বাতিল হওয়ার পর দল কাকে সমর্থন দিচ্ছে তা নিয়ে উৎকন্ঠায় রয়েছে শরিকরা। যদিও এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, তবে উত্তরে মাহী বি চৌধুরীকে যাতে বিএনপি জোট সমর্থন না দেয় সেটিই চাচ্ছেন তারা। এ নিয়ে প্রকাশ্যে-অপ্রকাশ্যে বক্তব্য রাখছেন নেতারা। বিকল্পধারার সূত্র জানিয়েছে, চলমান সরকার বিরোধী আন্দোলনে একই প্লাটফর্মে না থাকলেও বিকল্পধারার সঙ্গে বিএনপির একটি ভালো সম্পর্ক আছে। আর বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রাক্তন নেতা। সেই সূত্রে ঢাকা উত্তরে বিএনপির কোনো প্রার্থী না থাকলে দলটির সমর্থন যাতে মাহী বি. চৌধুরীর দিকে যায় সেই চেষ্টা করবে দলটি। এর অংশ হিসেবে রোববার খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করতে তার বাসায় গেলেন বদরুদ্দোজা চৌধুরী। বৈঠকে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ওই সূত্রের মতে, আজকের বৈঠকের জন্য সোমবার প্রেসক্লাবে বিকল্পধারা সংবাদ সম্মেলন ডেকেও তা স্থগিত করেছে। বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু তার প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেছেন। সেখান থেকে কি ফলাফল আসে সেটি জেনে এবং বিএনপির সমর্থন পাওয়া-না পাওয়ার বিষয়টি চূড়ান্তভাবে জানার পরেই সিটি নির্বাচন সম্পর্কে বিকল্পধারা তার অবস্থান তুলে ধরবে।এসআরজে

Advertisement