জাতীয়

ভারতে আড়াই হাজার ওয়েবসাইট ব্লক করেছে সরকার

ক্ষমতায় আসার পর থেকেই ভারতে বিভিন্ন ওয়েবসাইট ব্লক করা শুরু করে মোদী সরকার। সেই ধারাবাহিকতাতেই অনেকটা চোখের আড়ালেই, বিনা নোটিশে প্রায় আড়াই হাজার ওয়েবসাইট ব্লক করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। সম্প্রতি তথ্যের অধিকার জানার আইনে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকাশিত তথ্য বলছে, শুধুমাত্র ২০১৪ সালেই ২ হাজার ৩৪১টি ইউআরএল ব্লক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যদিও ইউপিএ জমানাতেও বেশ কিছু ওয়েবসাইট ব্লক করা হয়েছে। তবে নিষিদ্ধের সংখ্যাটা যে বেড়ে প্রায় আড়াই হাজার হয়ে গিয়েছে, তা জানা ছিল না অনেকেরই। ঠিক কতগুলি ওয়েবসাইট নিষিদ্ধ করা হয়েছে জানতে কয়েক দিন আগে দিল্লির একটি সংস্থা তথ্য জানার অধিকারে আবেদন জানায়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, ২০১৪ সালে ২ হাজার ৩৪১টি ইউআরএল ব্লক করা হয়েছে। তার আগের বছর অর্থাৎ ২০১৩ সালে ১ হাজার ৩৪৯টি ওয়েবসাইট ব্লক করেছে কেন্দ্র। এছাড়া ২০১২-এ ৭০৮টি ওয়েবসাইট ব্লক করা হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বক্তব্য, কিছু ওয়েবসাইট ছাড়া, প্রায় সব ইউআরএলই আদালতের নির্দেশে ব্লক করা হয়েছে। এর মধ্যে ২০১৪ সালে ৩২টি ও ২০১২-এ ৪টি ওয়েবসাইটের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।এসআরজে

Advertisement