খেলাধুলা

লাহোরে খেলবেন না গেইল-সাঙ্গাকারা-জয়াবর্ধনে

পাকিস্তান সুপার লিগের চলতি আসরের ফাইনাল ম্যাচের ভেন্যু আগেই লাহোরে হবে জানিয়ে দেওয়া হয়েছিল। তবে শুরু থেকেই বিদেশি খেলোয়াড়রা পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। এবার করাচি কিংসের হয়ে নাম লেখানো ওয়েস্ট ইন্ডিজের ধ্বংসাত্মক ব্যাটসম্যান ক্রিস গেইল ও শ্রীলঙ্কার দুই তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে লাহোরে খেলবেন না বলে জানিয়ে দিলেন। গত দুই সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। তাই এই মুহূর্তে পাকিস্তানে যাওয়া নিরাপদ মনে করছেন না করাচির কিংসের হয়ে খেলা এই তিন তারকা। এরই মধ্যে পিএসএল কর্তৃপক্ষকে নিজেদের সিদ্ধান্ত জানিয়েও দিয়েছেন এই তিন তারকা। এদিকে পাকিস্তানের পক্ষ থেকে তাদের নিরাপত্তার আশ্বাসের সঙ্গে সঙ্গে ম্যাচ ফি আরো বাড়িয়ে দেওয়ারও প্রস্তাব করা হয়েছে। উল্লেখ্য, পিএসএল চেয়ারম্যান নাজাম শেঠি আগেই জানিয়ে দিয়েছেন, বিদেশি ক্রিকেটাররা না আসলে স্থানীয় ক্রিকেটার দিয়ে খেলোয়াড়ের কোঠা পূরণ করা হবে তবুও লাহোরেই হবে।এমআর/পিআর

Advertisement