বাংলা নববর্ষ ১৪২২ উদযাপন উপলক্ষে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে অনলাইনে ব্যাগ কেনাকাটার ওয়েবসাইট ব্যাগপ্যাকার্সবিডি ডটকম (www.bagpackersbd.com)। নতুন বছরকে বরণ করতে প্রতিষ্ঠানটি নির্দিষ্ট মডেলের ব্যাগে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। সঙ্গে থাকছে বৈশাখী হাতপাখা। পহেলা এপ্রিল থেকে শুরু হওয়া এ অফার চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।লেডিস ব্যাগ, হ্যান্ড পার্স, অফিস ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লাগেজ, কাঁধের ব্যাগ, ট্রাভেল ব্যাগ এবং পার্টি ব্যাগসহ এ জাতীয় পণ্য নিয়ে অফলাইনেও চলছে এই আয়োজন। রাজধানীর মোহাম্মদপুরের জাকির হোসেন রোডে প্রতিষ্ঠানটির তিনটি শাখা সাজানো হয়েছে বৈশাখী আমেজে। নববর্ষ উপলক্ষ্যে ক্রেতাদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনা করে আয়োজনটি করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাগপ্যাকার্স। ব্যানারের মাধ্যমে একটি শুভেচ্ছা বার্তা ও দিয়েছে প্রতিষ্ঠানটি।এছাড়াও আরজে নীরবের সঞ্চালনায় সিটি এফএমে আয়োজন করা হয়েছে ব্যাগ প্যাকার্স বৈশাখী কুইজের। এর আওতায় পহেলা এপ্রিল থেকে ১৪ই এপ্রিল পর্যন্ত প্রত্যেক দিন ভাগ্যবান একজন পাচ্ছেন ব্যাগ প্যাকার্সের পক্ষ থেকে ১০০০ টাকার গিফট ভাউচার।এএ
Advertisement