দেশজুড়ে

আশুগঞ্জ সারকারখানার সাব স্টেশনে আগুন, উৎপাদন বন্ধ

প্রচণ্ড ঝড়ো হাওয়া আর বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের সাব স্টেশনে আগুন লেগে সবকটি ইউনিটের (মাস্টার ট্রিপ) উৎপাদন বন্ধ রয়েছে। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।আশুগঞ্জ কারখানার মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. ওমর খৈয়াম বিষয়ট নিশ্চিত করে জানান, বজ্রপাতের কারণে সাবস্টেশনের শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায়।এ ঘটনার পর নিজস্ব ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় কারখানার কারখানার সব কটি ইউনিট এক যোগে বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছেন।এমএএস/আরআই

Advertisement