দেশজুড়ে

বরিশালে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ

বরিশালে আকস্মিক দমকা ও ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে। রোববার বিকেল ৪টা থেকে শুরু হয় এ বৃষ্টিপাত। এসময় কালো মেঘে ছেয়ে যায় আকাশ। এরপর শুরু হয় ভারী বর্ষণ। টানা পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে নগরীর বিভিন্নস্থানে রাস্তায় পানি জমে যায়। ঝড়ো হাওয়ায় বড় ধরনের কোন ক্ষতি না হলেও বিভিন্ন স্থানে গাছপালা উপরে এবং ডালপালা ভেঙ্গে পড়েছে। তবে ঝড়ে তাৎক্ষনিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ক্ষতি হয়েছে বিদ্যুত সঞ্চালন লাইনেরও। ফলে প্রায় ৩ ঘণ্টা বিদ্যুৎ বিহীন ছিল বরিশাল নগরী।এদিকে, আকস্মিক বৃষ্টি এবং ঝড়ো হাওয়ায় অফিস এবং স্কুল-কলেজ থেকে যারা বাড়ি ফিরেছেন তারা পড়েছেন দুর্ভোগে।  বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. মিলন হাওলাদার জানান, বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ২ ঘণ্টায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় দমকা ও ঝড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার। অভ্যন্তরীন নদী বন্দরে জারী করা হয়েছে ২ নম্বর সতর্ক সংকেত। এমএএস/আরআইপি

Advertisement