মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েট শহরে বাবুল মিয়া নামে এক বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার ট্যাক্সি আরহীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। গত বুধবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ইয়েলো চেকার ক্যাবে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে (২১) আটক করেছে দেশটির পুলিশ।জানা যায়, সেই দিন ঘাতকের ২১তম জন্মদিন ছিল। যাত্রী মাতাল ছিল বলেও পুলিশ জানায়। বুধবার রাতে বাবুল মিয়া ওই যাত্রীকে ১৫৭০০ আরডমর স্ট্রিট ব্লকে নামিয়ে দিলে ভাড়া দিতে আস্মমতি জানিয়ে গুলি করে। ঘটনাস্থলের কাছে ডিউটিরত পুলিশ গেলে পালানোর সময় পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে এবং ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে।নিহত বাবুল মিয়া বেশ কয়েক বছর আগে আমেরিকায় পাড়ি জমায়। সেখানে সে ট্যাক্সি ড্রাইভার হিসেবে অনেক দিন ধরে কাজ করছেন বলে জানা গেছে।উল্লেখ্য, ডেট্রয়েট এর নিকটে হামট্রমাক শহরে প্রচুর বাংলাদেশিদের বসবাস। বেশির ভাগ প্রবাসি বাংলাদেশের সিলেট অঞ্চল থেকে এসেছেন। বাবুল মিয়ার আত্মার মাগফেরাত কামনায় মসজিদে বিশেষ দয়া করেছে সেখাসকার প্রবাসী বাংলাদেশিরা।আরএস/আরআইপি
Advertisement