ক্যাম্পাস

জাবিতে ৩ বিভাগ মুখোমুখি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্লাসরুম সংকট ও ল্যাব সমস্যা নিরসনের দাবিতে মুখোমুখি অবস্থান কর্মসূচি পালন করেছেন তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।সকাল ১০ টায় পরিবেশ বিজ্ঞান বিভাগ তাদের জন্য বরাদ্দকৃত (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পরিবেশ বিজ্ঞান  বিভাগ ভবন) এর তৃতীয় তলায় ২৮,০০০ বর্গফুট জায়গা বুঝে নিতে গেলে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিয়ং বিভাগ এর বাঁধার সম্মুখীন হয় ।এরপর থেকে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ও পরিবেশ বিজ্ঞান  বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সন্ধ্যা পর্যন্ত মুখোমুখি অবস্থান কর্মসূচি পালন করতে থাকে। সন্ধ্যা ৭টায় প্রতিবেদন লেখা পর্যন্ত এ তিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন বলে জানা গেছে। রোববার সকালে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশ ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশ বিজ্ঞান বিভাগকে (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিয়ং বিভাগ ও পরিবেশ বিজ্ঞান  বিভাগ ভবন) এর তৃতীয় তলায় জায়গা বরাদ্দ দেওয়া হয়। এর আগে এই ভবনে তাদের বরাদ্দ দেওয়ার মাধ্যমে ক্লাসরুম সংকট নিরসনের জন্য গত ৩ দিন ধরে আন্দোলন করেন পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা।ভবনের সামনে অবস্থানরত পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক খবির উদ্দীন সাংবাদিকদের জানান, এ ভবনের তৃতীয় তলা পরিবেশ বিজ্ঞান বিভাগের নামে অনেক আগেই বরাদ্দ করা হয়েছিল। সিন্ডিকেট সভাতেও এ ভবনে পরিবেশ বিজ্ঞানকে বরাদ্দ দেয়া হয়। আর পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উঠতে বাঁধা দিয়ে ভবনের দুটি ফটকেই অবস্থান নেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি এই ভবনে তাদেরই শ্রেণি কক্ষ ও ল্যাবের সংকট রয়েছে। সেখানে নতুন করে পরিবেশ বিজ্ঞানকে বরাদ্দ দেয়া হলে সংকট আরো বাড়বে। এ ব্যাপারে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হানিফ আলী বলেন, প্রশাসনের সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা চলছে। আমরা উপাচার্যের সাথে এ বিষয়ে এখনো আলোচনা করছি। উল্লেখ্য, পরিবেশ বিজ্ঞান বিভাগ বর্তমানে পুরাতন কলাভবন সংলগ্ন ভবনে কার্যক্রম পরিচালনা করে আসছিল। যেখানে তাদের ক্লাস করার জন্য মাত্র দুটি কক্ষ রয়েছে। এ বিষয়ে উপাচার্যের কাছে ফোন করা হলে তার সহকারি বলেন, উপাচার্য এ বিষয় নিয়েই জরুরী বৈঠকে আছেন।এমজেড/আরআইপি

Advertisement