রংপুরের পীরগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে কিশোর-কিশোরী মেলা অনুষ্ঠিত হয়েছে। জেএন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রোববার ৫ এপ্রিল মেলা উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালী, কথা দিলাম ব্যানারে স্বাক্ষরদান, ক্রীড়া প্রতিযোগিতা এবং দুপুরে কিশোর-কিশোরীদের পরিবেশনায় নাটক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।মেলার উদ্বোধন করেন পীরগাছা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফছার আলী। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, ব্র্যাকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক মনিকা রানী বর্মন এবং বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। মেলা উপলক্ষে পীরগাছা জেএন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ব্র্যাকের সুবিধাভোগী কিশোর-কিশোরীরা বিভিন্ন পণ্যের স্টল প্রদর্শন করে। এতে প্রায় সাড়ে ৩শ’ সুবিধা বঞ্চিত কিশোর-কিশোরীরা অংশগ্রহণ করে।এমজেড/আরআইপি
Advertisement