রোববার সকালে ঈশ্বরদী সরকারি কলেজে ৫টি নতুন অনার্স বিভাগের উদ্বোধন করা হয়। এছাড়া বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, শহীদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন, আইসিটি ল্যাব উদ্বোধন, এবং নবীন বরণ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ, উদ্বোধন ও বক্তব্য দেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার এসএম মোস্তাইন, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম সেলিম, বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনিছুন্নবী বিশ্বাস, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু, ঈশ্বরদী সার্কেল এ এস পি শাহনুর আলম পাটোয়ারী, সাবেক ভাইস চেয়ারম্যান বশির আহমেদ বকুল। কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ.কে.এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা পেট্রল বোমা মেরে মানুষ হত্যা ও আগুন দিয়ে ভূমি অফিস পুড়িয়ে দিচ্ছে সরকার পতনের জন্য নয়, তারা চায় বিশ্বের কাছে অকার্যকর দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি লাভ করাতে।তিনি আরো বলেন, সরকারি কলেজের কোন শিক্ষার্থীকে ফেল করা এবং ফেল করানো যাবে না। অনেক প্রতিষ্ঠানে ভাল ফলাফল হচ্ছে। এখানেও ভাল ফলাফল অর্জন করতে হবে। তিনি কলেজের ৪৪জন শিক্ষককে এবং শিক্ষার্থীদের কলেজ চত্বরে একটি করে ফুল গাছ লাগিয়ে সুন্দরায়ন সৃষ্টির নির্দেশ দেন। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে বাঙালি চেতনার উন্মেষ ঘটানোর জন্যই শহীদ মিনার প্রয়োজন। প্রত্যকটি কলেজে শহীদ মিনারকে ঘিরে বাংলা ভাষা কেন্দ্রীক অনুষ্ঠান হওয়ার প্রয়োজন আছে।এমজেড/আরআইপি
Advertisement