সম্প্রচারের দ্বিতীয় বর্ষে পদার্পণ করল ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল যমুনা টেলিভিশন। ২০১৪ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিক সম্প্রচারে আসে যমুনা টিভি। ইতিমধ্যে চ্যানেলটি তাদের একবছর পার করে।বর্ষপূর্তি উপলক্ষে রোববার বিকেল ৫টায় যমুনা টিভির কার্যালয়ে কেক কাটা হয়। এ ছাড়া বর্ষপূর্তি উপলক্ষে রোববার থেকে ১১ এপ্রিল পর্যন্ত চ্যানেলটিতে প্রচারিত অনুষ্ঠানগুলোতে ভিন্নতা থাকবে।যমুনা টিভির জনসংযোগ বিভাগের ম্যানেজার আইরিন খান বলেন, আড়ম্বরপূর্ণ আয়োজন না থাকলেও বিকাল ৫টায় সকল সংবাদকর্মী, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে জন্মদিনের কেক কাটা হবে।তিনি জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার থেকে ১১ এপ্রিল পর্যন্ত আমাদের প্রচারিত সকল অনুষ্ঠানে ভিন্নতা থাকবে, থাকবে নতুনত্ব।ইনভেস্টিগেশনসহ বিভিন্ন ক্রাইম অনুষ্ঠান, খেলাধুলার খবর ও অন্যান্য সাহসী খবরের মাধ্যমে ইতিমধ্যেই দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই নিউজ চ্যানেলটি।এএইচ/আরআই
Advertisement