বিনোদন

জনপ্রিয় লাভগুরু ইরেশ যাকের (দেখুন ছবিতে)

চ্যানেল নাইনে প্রচারিত জনপ্রিয় ধারবাহিক নাটক ‘লাভগুরু ডটকম’। দীপংকর দীপনের পরিচালনায় ৫২ পর্বের এই নাটকটির শেষ পর্ব প্রচার হতে যাচ্ছে আগামীকাল সোমবার। আর এই পর্বেই খুলছে লাভগুরুর চরিত্র নিয়ে রহস্যের জট।জানা গেছে, শেষ পর্বে লাভগুরু চরিত্রে ছোট পর্দার প্রিয় মুখ ইরেশ যাকেরকে হাজির হতে দেখা যাবে। প্রসঙ্গত, সেই শুরু থেকেই দর্শকদের মনের কৌতুহল ছিলো নাটকে লাভগুরুর চরিত্রটি কে করছেন। পর্দার আড়ালে থেকে এই নাটকে নানা মানুষের ভালোবাসা সংক্রান্ত সমস্যার সমাধাণ করে দিয়েছেন লাভগুরু। কিন্তু কে এই লাভগুরু? তার চেহারা নাটকে একবারও দেখানো হয়নি। এমনকি নাটকের টাইটেলেও প্রচার হয়নি লাভগুরুর চরিত্রে অভিনয় করার শিল্পীর নাম। তাই দর্শকদের বরাবরই এ নাটকটি নিয়ে ছিলো বাড়তি আগ্রহ।এবার সেই কৌতুহল মিটতে যাচ্ছে বলে জানালেন নাটকটির পরিচালক দীপংকর দীপন। তিনি জাগোনিউজকে বললেন, ‘শুরু থেকেই লাভগুরু চরিত্রে ইরেশ যাকের অভিনয় করে আসছেন। দর্শকদের ভিন্ন রকম মজা দিতেই তার চেহারা ও নাম আমরা প্রকাশ করিনি। শেষ পর্বে স্বমহিমায় দেখা তাকে।’মেজবাহউদ্দিন সুমনের রচনা ও দীপংকর দীপন পরিচালিত ‘লাভগুরু ডটকম’ ধারাবাহিকটি গেল বছরের ৬ ডিসেম্বর থেকে প্রচার শুরু হয়। এ নাটকের লাভগুরু চরিত্রে ইরেশ যাকের ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, রওনক হাসান, কল্যান কোরাইয়া, রুনা খান, মৌসুমী হামিদ, তুষ্টি, মেহেরীন ইসলাম নিশা, ইউসুফ রাসেল, আশিক চৌধুরী, সাদিয়া আফরিন, আনন্দ খালিদ, প্রিয়া ছেত্রী, দাউদ নুর, জুডি রোজারিও ও আরো অনেকেই।লাভগুরুডটকম নামের একটি ওয়েবসাইটকে ঘিরেই ছিলো এ নাটকের গল্প। নাটকে দেখা গেছে ইন্টারনেট ব্যবহার করা ও এফএম শোনা প্রতিটি ছেলেমেয়ের মাঝে প্রচণ্ড জনপ্রিয় এ লাভগুরু ডট কম। এটা হচ্ছে বাংলাদেশের একটা খুবই জনপ্রিয় ওয়েবসাইট।লাখ লাখ তরুণ এ ওয়েবসাইটটির সদস্য। বাবা মা ভাই বোন সবার প্রতি সবার ভালোবাসার ক্ষেত্রে লাভ গুরু ডট কম যে কোনো সমস্যা সমাধানে আগ্রহী। লাভ গুরুর ওয়েবসাইটে যে কেউ তার সমস্যা পোস্ট করলে ওয়েবসাইটের মাধ্যমেই সমাধান দেন।দৃকের পরিবেশনায় নাটকটি প্রযোজনা করেছে পিআর প্রোডাকশান। প্রচারের শুরু থেকেই ‘লাভগুরু ডটকম’ ধারবাহিকটি ছিলো জনপ্রিয়তার শীর্ষে।চ্যানেল নাইনে প্রতি শনি, রবি ও সোমবার সোয়া ১০টার দিকে প্রচার হয়েছে রোমান্টিক কমেডি থ্রিলার ধাঁচের এ নাটকটি। আগামীকাল প্রচার হবে এর শেষ পর্ব।এলএ/আরআইপি

Advertisement