কুমিল্লায় বজ্রপাতে হাসান ও রফিক হাজারী নামে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে জেলার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলার ছোটশালঘর গ্রামের ময়নাল হাজারীর ছেলে রফিক হাজারী (৩৫) বিকেল সাড়ে ৪টার দিকে ওই উপজেলার ইউসুফপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি ইউসুফপুর (বাজিতপুর) গ্রামের ঈদগাহের পাশে দাঁড়িয়ে একই উপজেলার নবীপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে হাসানের (২৮) সাথে কথা বলছিলেন। এসময় হঠাৎ ঝড়ো-হাওয়া ও বজ্রপাতসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে হাসান ও রফিক হাজারী ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।এমএএস/আরআই
Advertisement