কালবৈশাখীর ঝড়ের কবলে পড়ে গাইবান্ধায় গতকাল শনিবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর রোববার বিকেল সাড়ে ৫টায় সচল হয়েছে।শনিবার বিকেল ৫টার দিকে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত শুরু হলে সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ সরবারহ বন্ধ করে দেয় গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড় থামলেও বিভিন্ন এলাকায় বিদ্যুতের তার ও খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ করতে পারেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।রাত থেকে রোববার সারাদিন চেষ্টা করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারিরা রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিদ্যুৎ সরবরাহ সচল করে।বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় মোবাইল যোগাযোগ বন্ধ হবার পাশাপাশি বিদ্যুৎ নির্ভর সকল ব্যবসা প্রতিষ্ঠান অচল হয়ে পড়ে। পাশাপাশি দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন শফি বলেন, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের বিভিন্ন স্থানে ঝড়ে গাছ উপড়ে পড়ায় ১১ হাজার কেভি লাইনের ১১টি খুঁটি ও ৪ কেভি লাইনের ৩টি খুঁটি পড়ে গিয়ে ছিড়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করে বিদ্যুৎ সংযোগ সচল করা সম্ভব হয়েছে।এমজেড/আরআই
Advertisement