টানা তিন মাস দুই দিন পর নিজ বাসভবন ফিরোজাতে বিশ্রাম নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার ঢাকা আলিয়ার বিশেষ আদালতে থেকে ফিরে আসার পর থেকেই তিনি পুরোদমে বিশ্রামে রয়েছেন বলে খালেদার বাসভবন সূত্রে জানা গেছে।তার বাসভবনের কর্মকর্তারা জানান, দুপুর ১২টা ১৫ মিনিটে বাসায় প্রবেশ করার পর প্রথমে ড্রইং রুমে বসে সেজো বোন সেলিনা ইসলামসহ কয়েকজন আত্মীয়কে নিয়ে ফলের রস পান করেন খালেদা। বাসভবনে অবস্থানরতদের সঙ্গে কিছুক্ষণ কথা-বার্তা বলার পর চলে যান শয়ন কক্ষে। সেখানেই বিশ্রাম নিচ্ছেন তিনি।এদিকে খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী কানিজ ফাতেমা ওই বাড়িতে আগে থেকেই অবস্থান করছিলেন। গুলশান কার্যালয়ে তিন মাস খালেদার সঙ্গে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবদুল মজিদও ফিরোজাতেই দুপুরের খাবার খেয়েছেন।দুপুরের খাবার শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একা রেখে তার গুলশান কার্যালয় থেকে বেরিয়ে গেছেন দলটির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।বর্তমানে কার্যালয়ে শিমুল বিশ্বাস ও বাসার কয়েকজন কর্মকর্তা রয়েছেন। তবে দুপুরের খাবারের পর নিজ কক্ষে খালেদা জিয়া বিশ্রামে রয়েছেন বলে তার বাসভবন সূত্রে জানা গেছে।এমএম/বিএ/আরআই
Advertisement