একুশে বইমেলা

বইয়ের মান নিয়ে এত হৈচৈয়ের কী আছে : নির্মলেন্দু গুণ

‌‘একজন লেখক পাঠকের জন্যই লেখেন। প্রতিটি লেখাই অমূল্য।সৃষ্টি কখনো মূল্যহীন হতে পারে না। বইয়ের মান নিয়ে এত হৈচৈয়ের কী আছে?’ বলছিলেন, গুণী লেখক কবি নির্মলেন্দু গুণ।

Advertisement

বইমেলায় প্রকাশিত বইয়ের মান নিয়ে নানা কথা প্রচার রয়েছে বাজারে। আলোচনা-সমালোচনাও হচ্ছে।মানহীন, তবুও অধিক সংখ্যক বই প্রকাশের ঘটনাকে অনেকে ইতিবাচকভাবে দেখছেন। কেউ আবার মত দিচ্ছেন উল্টো। সমালোকচকরা বলছেন, ভুলে ভরা এবং এমন মানহীন বই সার্বিক বিচারে শিল্প-সাহিত্যের ক্ষতিই করছে।

এ প্রসঙ্গেই কথা হয় প্রবীণ কবি নির্মলেন্দু গুণের সঙ্গে। বলেন, ‘সরকার বইয়ের মান নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে। যাদের দিয়ে মান নিয়ন্ত্রণ করাবে সরকার, তাদের মান আছে তো? বইয়ের মান নিয়ে মিডিয়াতেও নানা কথা হচ্ছে। এগুলো ঠিক না। মানুষ সাহিত্য চর্চা করছে। এটিকে ইতিবাচকভাবে দেখাই শ্রেয়। চর্চা করতে করতেই ভালো কিছু সৃষ্টি হয়। সবাই রবীন্দ্রনাথ বা নজরুলের মতো প্রতিভা নিয়ে জন্মায় না। তারাও চর্চা করেছেন। স্টাডি করেছেন।’

পাঠকই মান নিয়ে কথা বলার অধিকার রাখে উল্লেখ করে লেখক বলেন, ‘কোনটি ভালো আর কোনটি খারাপ তা পাঠক ভালো বোঝেন। ভালো না লাগলে পাঠক বই কিনবেন না। ভালো লাগবে কিনবেন। মান নিয়ে এত হৈচৈয়ের কী আছে।’

Advertisement

তিনি বলেন, পুলিশ-গোয়েন্দাদের নিরাপত্তার জায়গাতেই রাখা উচিত। পুলিশ দিয়ে বইয়ের মান যাচাই করানোর চেষ্টা করলে সেটা আর বই থাকে না। তবে এ ক্ষেত্রে লেখককেও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।

এএসএস/জেডএ