খেলাধুলা

কে কেমন দল গড়লো আইপিএলে!

দশম আইপিএল শুরু হতে এখনও প্রায় দেড় মাস বাকি। তার আগে ব্যাঙ্গালুরুতে আজ অনুষ্ঠিত হয়ে গেলো নিলাম। আটটি ফ্রাঞ্চাইজি নিজেদের পছন্দমত ক্রিকেটার নিয়ে সাজানোর চেষ্টা করেছে সেরা দল। কে কত সেরা দল গঠন করেছে অবশ্য তা বলে দেবে আইপিএলের পারফরম্যান্সই। তবে তার আগে, খেলোয়াড় তালিকা দেখে পাঠকরাও বুঝে নিতে পারবেন কে কতটা শক্তিশালি দল গঠন করেছে। প্রতিটি দলই পুরনো অনেক খেলোয়াড় ধরে রেখেছে আগামী আইপিএলের জন্য। ছেড়ে দিয়েছে অনেককেই। প্রতিটি দলই ৯জন করে বিদেশি নিতে পারবে দলে। স্কোয়াডে রাখতে পারবে সর্বোচ্চ ২৭জন ক্রিকেটার। এদের মধ্য থেকেই একাদশ গঠন করে মাঠের লড়াইয়ে অবতীর্ন হবে দলগুলো। তার আগে দেখে নেয়া যাক, কে কেমন দল গড়লো। কোন ক্রিকেটারকে কিনেছে কে?দিল্লি ডেয়ার ডেভিলসনতুন মুখ: অ্যাঞ্জেলো ম্যাথিউজ (২ কোটি রুপি), কোরি অ্যান্ডারসন (১ কোটি), কাগিসো রাবাদা (৫ কোটি), প্যাট কামিন্স (৪.৫০ কোটি), অঙ্কিত বাওয়ানি (১০ লাখ), আদিত্য তারে (২৫ লাখ), মুরুগান অশ্বিন (১ কোটি), নভদীপ সাইনি (১০ লাখ), শশাঙ্ক সিংহ (১০ লাখ)।পুরনো মুখ : জেপি ডুমিনি, মোহাম্মদ শামি, কুইন্টন ডি কুক, শাহবাজ নাদিম, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, শ্রেয়াস আইয়ার, জাহির খান, স্যাম বিলিংস, সাঞ্জু স্যামসন, ক্রিস মরিস, কার্লোস ব্রেথওয়েট, করুণ নায়ার, ঋশভ পান্তে, সিভি মিলিন্দ, সৈয়দ আহমেদ, প্রত্যুষ সিংহ।মোট খেলোয়াড়: ২৬ জন, বিদেশির খেলোয়াড়: ৯ জন, এখনও ব্যায় বাকি: ৯.০৫ কোটি রুপি।গুজরাট লায়ন্সনতুন মুখ: নাথু সিংহ (৫০ লাখ), বাসিল থাম্পি (৮৫ লাখ), তেজস সিংহ বারোকা (১০ লাখ), মানপ্রিত গনি (৬০ লাখ), জেসন রয় (১ কোটি), মুনাফ প্যাটেল (৩০ লাখ), চিরাগ সুরি (১০ লাখ), শেলি সৌরিয়া (১০ লাখ), শুভাম আগরওয়াল (১০ লাখ), প্রথম সিংহ (১০ লাখ), আকাশ দীপ নাথ (১০ লাখ)।পুরনো মুখ: সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, জেমস ফকনার, ব্রেন্ডন ম্যাককালাম, ডোয়াইন ব্র্যাভো, অ্যারোন ফিঞ্চ, ডোয়াইন স্মিথ, দীনেশ কার্তিক, ধাওয়াল কুলকার্নি, প্রাভিন কুমার, অ্যান্ড্রু টাই, ঈশান কিষান, প্রদীপ সাঙ্গওয়ান, সিভিল কৌশিক, শাদাব জাকাতি, জয়দেব শাহ।মোট খেলোয়াড়: ২৭, বিদেশি খেলোয়াড়: ৮,  এখনও ব্যায় বাকি: ১০.৫০ কোটি রুপি।কিংস ইলেভেন পঞ্জাবনতুন মুখ: ইয়ন মরগ্যান (২ কোটি), রাহুল তিওয়াটিয়া (২৫ লাখ), টি নটরাজন (৩ কোটি), ম্যাট হেনরি (৫০ লাখ), বরুণ অ্যারোণ (২.৮ কোটি), মার্টিন গাপ্টিল (৫০ লাখ), ড্যারেন স্যামি (৩০ লাখ), রিঙ্কু সিংহ (১০ লাখ)।পুরনো মুখ: ডেভিড মিলার, মনন ভোরা, অক্ষর প্যাটেল, গ্লেন ম্যাক্সওয়েল, গুরকিরাত সিং, অনুপ্রীত সিং, সন্দীর শর্মা, শার্দূল ঠাকুর, শন মার্শ, ঋদ্ধিমান সাহা, মুরালী বিজয়, নিখিল নায়েক, মোহিত শর্মা, মার্কাস স্টোইনিস, কেসি কারিয়াপ্পা, আরমান জাফর, প্রদীপ সাহু, স্বপ্নিল সিং, হাশিম আমলা।মোট খেলোয়াড়: ২৭, বিদেশি খেলোয়াড়: ৯, এখনও খরচ বাকি: ১৩.৯০ কোটি রুপি।কলকাতা নাইট রাইডার্সনতুন মুখ: ট্রেন্ট বোল্ট (৫ কোটি), ক্রিস ওকস (৪.২০ কোটি), ঋষি ধাওয়ান (৫৫ লাখ), নাথান কাউল্টার-নেইল (৩.৫ কোটি), রভম্যান পাওয়েল (৩০ লাখ), সঞ্জয় যাদব (১০ লাখ), ইশাঙ্ক জাগ্গি (১০ লাখ), ড্যারেন ব্যাভো (৫০ লাখ), সায়ন ঘোষ (১০ লাখ)।পুরনো মুখ: গৌতম গম্ভীর, সুনীল নারিন, কুলদীপ যাদব, মানিশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, পীযূষ চাওলা, রবিন উথাপ্পা, সাকিব আল হাসান, ক্রিস লিন, উমেশ যাদব, ইউসুফ পঠান, শেলডন জ্যাকসন, অঙ্কিত সিং রাজপুত, আন্দ্রে রাসেল (খেলতে না পারার সম্ভাবনা বেশি)।মোট খেলোয়াড়: ২৩, বিদেশি খেলোয়াড়: ৯, এখনও খরচ বাকি: ৫.৪০ কোটি রুপি।মুম্বাই ইন্ডিয়ান্সনতুন মুখ: নিকোলাস পুরান (৩০ লাখ), মিশেল জনসন (২ কোটি), কে গৌথম (২ কোটি), করণ শর্মা (৩.২ কোটি), সৌরভ তিওয়ারি (৩০ লাখ), অ্যাসেলা গুনারত্নে (৩০ লাখ), কুলাওয়ান্ত খেজরোলিয়া (১০ লাখ)।পুরনো মুখ: রোহিত শর্মা, কিয়েরন পোলার্ড, লাসিথ মালিঙ্গা, হরভজন সিং, অম্বাতি রায়ডু, যশপ্রীত বুমরাহ, শ্রেয়াস গোপাল, লেন্ডল সিমন্স, বিনয় কুমার, পার্থিব প্যাটেল, মিশেল ম্যাকক্লেনঘান, নিতিশ রানা, সিদ্ধেশ ল্যাড, জে সুচিথ, হার্দিক পান্ডিয়া, জস বাটলার, টিম সাউদি, জিথেশ শর্মা, ক্রুনাল পাণ্ডে, দীপক পুনিয়া।মোট খেলোয়াড়: ২৭, বিদেশি খেলোয়াড়: ৯, এখনও খরচ বাকি: ৩.৩৫ কোটি রুপি।রাইজিং পুণে সুপারজায়ান্টনতুন মুখ: বেন স্টোকস (১৪.৫ কোটি), জয়দেব উনাড়কট (৩০ লাখ),  রাহুল চাহার (১০ লাখ), সৌরভ কুমার (১০ লাখ), ড্যান ক্রিস্টিয়ান (১ কোটি), মিলিন্দ ট্যান্ডন (১০ লাখ), আর ত্রিপাঠি (১০ লাখ), মনোজ তিওয়ারি (৫০ লাখ), লকি ফার্গুসন (৫০ লাখ)।পুরনো মুখ: মহেন্দ্র সিং ধোনি, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন, স্টিভেন স্মিথ, ফ্যাফ ডু প্লেসিস, মিশেল মার্শ, অশোক দিন্দা, অঙ্কুশ বেইনিস, রজত ভাটিয়া, অঙ্কিত শর্মা, ঈশ্বর পান্ডে, অ্যাডাম জাম্পা, জসকরণ সিং, বাবা অপরাজিথ, জীপক চাহার, উসমান খাজা, মায়াঙ্ক আগরওয়াল।মোট খেলোয়াড়: ২৬, বিদেশি খেলোয়াড়: ৮, এখনও খরচ বাকি: ৩০ লাখ রুপি।রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুনতুন মুখ: পবন নেগি (১ কোটি), টাইমাল মিলস (১২ কোটি), অনিকেত চৌধুরী (২ কোটি), প্রভীন দুবে (১০ লাখ), বিলি স্টানলেক (৩০ লাখ)।পুরনো মুখ: বিরাট কোহালি, লোকেশ রাহুল, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইল, ইউজবেন্দ্র চাহাল, হার্শাল প্যাটেল, মানদীপ সিং, অ্যাডাম মিলনে, সরফরাজ খান, এস অরবিন্দ, কেদার যাদব, শেন ওয়াটসন, স্টুয়ার্ট বিনি, স্যামুয়েল বদ্রি, ইকবাল আবদুল্লাহ, ট্রাভিস হেড, সচিন বেবি, আবেশ খান, তাবরিজ শামসি।মোট খেলোয়াড়: ২৪, বিদেশি খেলোয়াড়: ৯, এখনও খরচ বাকি: ২.৪২ কোটি রুপি।সানরাইজার্স হায়দরাবাদনতুন মুখ: তন্ময় আগরওয়াল (১০ লাখ), মোহাম্মদ নবি (৩০ লাখ), একলব্য দ্বিবেদী (৭৫ লাখ), রশিদ খান (৪ কোটি), প্রবীন তাম্বে (১০ লাখ), ক্রিস জর্ডান (৫০ লাখ), বেন লাফলিন (৩০ লাখ), মোহাম্মদ সিরাজ (২.৬০ কোটি)।পুরনো মুখ: শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, ডেভিড ওয়ার্নার, মোয়েসেস হেনরিকস, নোমান ওঝা, রিকি ভুই, কেন উইলিয়ামসন, সিদ্ধার্থ কল, বিপুল শর্মা, আশিস নেহরা, যুবরাজ সিং, বেন কাটিং, অভিমন্যু মিঠুন, মুস্তাফিজুর রহমান, বারিন্দর স্রান, দীপক হুদা, বিজয় শঙ্কর।মোট খেলোয়াড়: ২৫, বিদেশি খেলোয়াড়: ৯, এখনও খরচ বাকি: ১২.২৫ কোটি রুপি।আইএইচএস/পিআর

Advertisement