খেলাধুলা

শরীফের অলরাউন্ড নৈপুণ্যে এগিয়ে মধ্যাঞ্চল

দলের বাঘা বাঘা ব্যাটসম্যানরা যখন ব্যর্থ তখন ব্যাট হাতে তাদের বড় লজ্জাই দিয়েছেন বোলার মোহাম্মদ শরীফ। দলের পক্ষে করেছেন সর্বোচ্চ রান। শুধু তাই নয়, বল হাতেও জ্বলে উঠলেন এ পেসার। নিজের বোলিং তোপ দিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের লড়াইয়ে রাখলেন ৩৩ বছর বয়সী এ ক্রিকেটার। শরীফের অলরাউন্ড নৈপুণ্যেই দ্বিতীয় দিন শেষে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ২১৪ রানে এগিয়ে রয়েছে ওয়াল্টন মধ্যাঞ্চল।মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে আগের দিনের ৭ উইকেটে ২৩২ রান নিয়ে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। আর মাত্র ৫ রান যোগ করতেই সাজঘরে ফেরেন অধিনায়ক মোশারফ হোসেন রুবেল। এরপর কামরুল ইসলাম রাব্বি ও আবু হায়দার রনিকে নিয়ে লড়াই চালিয়ে যান শরীফ। নবম ও দশম উইকেট জুটিতে যোগ করেন যথাক্রমে ৪৫ ও ৪৬ রান।দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন শরীফ। ১০২ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। ৮৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬৫ রান করেন মোশারফ। এছাড়া শেষদিকে রাব্বি ১১ ও রনি ১৮ রান করেন। পূর্বাঞ্চলের পক্ষে ৭৭ রানে ৫টি উইকেট নেন আবু জায়েদ রাহী। এছাড়া সাকলাইন সজীব ও আফিফ হোসেন ২টি করে উইকেট পান।নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই মোহাম্মদ শরীফের তোপে পড়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। মাত্র ২৪ রানে ৪টি উইকেট তুলে নিয়েছেন মধ্যাঞ্চলের এ পেসার। তার বোলিং তোপে মাত্র ১১৪ রান করতেই হারিয়ে ফেলে প্রথম সারির ৬ শীর্ষ ব্যাটসম্যানকে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেছেন ইমতিয়াজ হোসেন।আরটি/আইএইচএস/পিআর

Advertisement