অগ্রণী ব্যাংকের পরিচালক অ্যাড. বলরাম পোদ্দার বলেন, "মাদককে বর্জন করতে হবে, মাদকাসক্তদের নয়। মাদকের হাত থেকে ছেলে-মেয়েদের রক্ষা করতে মা-বাবাকে দায়িত্ব নিতে হবে। পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের আদর ভালোবাসায় রাখতে হবে। দশ বছর বয়স থেকে শৃঙ্খলা-পরায়নের উপর জোর দিতে হয়। আর ছেলে-মেয়েদের বয়স ষোল হয়ে গেলে তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হবে।"গতকাল রোববার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাকাই প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক, পুরস্কার ও বৃত্তির টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেন স্কুলের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান মো. আকন সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মো. নুর-আলম সেরনিয়াবাত। ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য বিল্টু রঞ্জন সাহা, মো.শাহজাহান মিয়া, শিক্ষানুরাগী সনজীব হালদার, প্রদীপ দত্ত, দিলীপ দাস ও স্কুলের অধ্যক্ষ বাপ্পি বসু প্রমুখ।পরে প্রধান অতিথি বাকাই প্রি-ক্যাডেট কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তির টাকা তুলে দেন।এমজেড/আরআই
Advertisement