আগের দিন বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে নয় হাজার রানের মাইলফলকে পৌঁছান তুষার ইমরান। ১২৭ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন তিনি। মঙ্গলবার সে রানকে নিয়ে যান ডাবল সেঞ্চুরিতে। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল তুলে নেন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এ মিডেল অর্ডার ব্যাটসম্যান।সাভারের বিকেএসপিতে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় দিনে শাহরিয়ার নাফীসকে নিয়ে ব্যাটিংয়ে নামেন তুষার। ব্যক্তিগত ৭৪ রানে নাফীস বিদায় নিলেও দারুণ ব্যাটিং চালিয়ে যান তিনি। ৩৮৪ বলে ২১০ রানে অপরাজিত আছেন এ ব্যাটসম্যান। নিজের ইনিংসটি ২২ টি চার ও ৩টি ছক্কার সাহায্যে সাজান ৩৩ বছর বয়সী এ ব্যাটসম্যান।বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরি করার রেকর্ডটিও তুষারের। গত ডিসেম্বরেই এ মাইলফলকে পৌঁছান তিনি। নিজেকে ছাড়িয়ে ইতোমধ্যেই ২২টি সেঞ্চুরি করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের হয়ে অলক কাপালির সমান সর্বাধিক ১৪৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার রেকর্ডও ছুঁয়েছেন তুষার।আরটি/এনইউ/আরআইপি
Advertisement