২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ স্তরের নিরাপত্তা দেবে র্যাব। দেশের অন্যান্য জেলাতে নিরাপত্তা দেবে র্যাব।সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
Advertisement
তিনি বলেন, র্যাব সদস্যরা ৫টি সেক্টরে বিভক্ত হয়ে শহীদ মিনার প্রাঙ্গণ, আশপাশের এলাকা এবং বাইরের সড়কগুলোতে নিরাপত্তা দেবে। গতকাল থেকেই র্যাব সদস্যরা এখানকার নিরাপত্তার দায়ভার গ্রহণ করেছে। রয়েছে সাদা পোশাকের গোয়েন্দা ও পেট্রোল টিম। ডগ স্কোয়াড দিয়ে এলাকা সুইপিং করা হয়েছে। আজও করা হবে। র্যাবের নিজস্ব গোয়েন্দা রয়েছে। তারা অন্যান্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা প্রদানের কাজ করবে।২১শে ফেব্রুয়ারির নিরাপত্তায় শহীদ মিনারের সড়কের বিপরীতে অবজারভেশন চেকপোস্ট তৈরি করেছে র্যাব। থাকছে স্ট্যান্ডিং ও মোবাইল পেট্রোল, স্ট্রাইকিং রিজার্ভ।শহীদ মিনারের আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। র্যাবের অস্থায়ী কন্ট্রোল রুম থেকে ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হবে।মাতৃভাষা দিবস পালনে সুনির্দিষ্ট কোনো হুমকি আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বেনজীর আহমেদ বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।এআর/এনএফ/আরআইপি