একুশে বইমেলা

তরুণ লেখক আহমেদ জাকিরের দুই বই

এবারের অমর একুশে বইমেলায় তরুণ লেখক আহমেদ জাকিরের দুটি বই প্রকাশিত হয়েছে। এ বই দুটি হচ্ছে ‘আলিশা ও ভোরের কাক’ ও ‘টুমেন টিপু’।চারুলিপি (স্টল নং-১৪৫-১৪৮) প্রকাশন থেকে এসেছে গল্পের বই ‘আলিশা ও ভোরের কাক’। এর প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মামুন হোসাইন। বইটিতে মোট নয়টি গল্প আছে। এ প্রসঙ্গে লেখক বলেন, ‘প্রতিটি গল্পই ভিন্ন স্বাদের। আমি সব সময় চেষ্টা করি গল্পগুলো শিশু-কিশোরদের উপযোগী করে লিখতে। যাতে তারা পড়ে আনন্দ পায়। এই বইয়ের গল্পগুলোতেও তারা সমানভাবে আনন্দ পাবে বলে আমার বিশ্বাস।’এছাড়া অন্য বইটি প্রকাশ করেছে জিনিয়াস পাবলিকেশন্স। বইটির নাম ‘টুমেন টিপু’। এটি মূলত কিশোর উপন্যাস। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটির গল্প একটি সাইকেল ও দুই ভাইকে নিয়ে। স্বপ্নের সাইকেলটা হঠাৎ একদিন হারিয়ে যায় আর সেটা খুঁজতে গিয়ে বড় ভাইকে হারিয়ে ফেলে ছোট ভাই। এরপর তাদের কল্পনায় ভেসে উঠে একে অপরের প্রতি আদর আর ভালবাসার সুখস্মৃতি। তেমনি কিছু ঘটনা নিয়ে এগিয়ে গেছে উপন্যাসের গল্প। এমআরএম/আরআইপি

Advertisement