আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে বাংলাদেশ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। শনিবার মহাসচিবের মুখপাত্রের বরাত দিয়ে জাতিসংঘের নিউজ সেন্টার এ খবর জানিয়েছে।জাতিসংঘের মহাসচিবের পক্ষে এক বিবৃতিতে তার মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে চলা সহিংসতার অবসান হওয়ায় বান কি মুন স্বাগত জানিয়েছেন।’তিনি বলেন, ‘২৮ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণের সিদ্ধান্তকে উৎসাহিত করেছেন মি. মুন। একই সঙ্গে এই নির্বাচন যাতে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।’বিবৃতিতে মুখপাত্র আরও বলেন, ‘বান কি মুন আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও স্থিতিশীলতার উদ্দেশ্যে দেশটির সব রাজনৈতিক দলগুলো তাদের মতপার্থক্য দূর করার পথ শিগগিরই খুঁজে বের করবেন। স্থিতিশীলতা ও এসব বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে জাতিসংঘ পূর্ণমাত্রায় প্রতিশ্রুতিশীল রয়েছে।’এসএস/বিএ/পিআর
Advertisement