জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে অবিলম্বে ধ্বংসাত্মক রাজনীতি পরিহার এবং পেশাগত নানামুখী সমস্যা সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝালকাঠি সদর উপজেলা শাখা। রোববার ঝালকাঠি প্রেসক্লাবে অনুষ্ঠিত সম্মেলনে সমিতির উপজেলা সাধারণ সম্পাদক মু. আবু সুফিয়ান ইয়েন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে তিনি একাধিক দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে-রাজনীতিবীদদের দেশ ও মানুষের কল্যাণকে প্রধান্য দেয়া, প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে সহকারী শিক্ষকদের বেতন পুনঃনির্ধারণ, জটিলতা নিরসন করে সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি প্রদান, প্রধান শিক্ষকদের বেতন আট হাজার টাকায় উন্নীতকরণ, নব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পর্যায়ক্রমে উন্নয়ন কর্মসূচির আওতায় আনা ও শিক্ষকদের সরকারি সুবিধা প্রদান, প্রতিটি বিদ্যালয়ে অফিস সহকারী নিয়োগ এবং সমাপনী পরীক্ষা ব্যতিত শ্রেণি পরীক্ষা বিদ্যালয়ভিত্তিক গ্রহণের ব্যবস্থা প্রবর্তন।সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সভাপতি ফারুক খান, সমিতির জেলা সভাপতি হাসান ইমাম নান্নু, যুগ্মসম্পাদক শামীম শরীফ, উপজেলা সহসভাপতি নূরুল হক, জেলা সহকারী শিক্ষক সমাজ সভাপতি হাসানুজ্জামান, জেলা সহসভাপতি সৈয়দ আলমগীর হোসেন, উপজেলা সহসভাপতি মীর্জা মাহমুদুর রহমান, সহকারী শিক্ষক সমাজের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম ও যুগ্মসম্পাদক সুব্রত সাহাসহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। এসএইচএ/এমএস
Advertisement