লাইফস্টাইল

মেহেদির ব্যবহারে ঘন চুল পাবেন যেভাবে

ঘন চুলের আকাঙ্ক্ষা থাকে সবার। কিন্তু নানা কারণে চুল পড়ে গেলে অথবা নতুন চুল না গজালে চুলের ঘনত্ব কমতে থাকে। এটি অবশ্যই দুশ্চিন্তার বিষয়। তবে একটুখানি সময় নিয়ে যত্ন নিলে আপনিও পেতে পারেন ঘন ঝলমলে চুল। আর সেই যত্নের জন্য প্রয়োজন মেহেদির। হ্যাঁ, মেহেদির ব্যবহারেই আপনি পেতে পারেন একরাশ ঘন চুল। কীভাবে? চলুন জেনে নিই-১. ১ কাপ পরিমাণ মেহেদি পাতা বাটা, ২ টেবিল চামচ নারকেল তেল, ২/৩ টেবিল চামচ টক দই ভালভাবে মিশিয়ে।২. এবার মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা।৩. এরপর শুধু পানিতে চুল ধুয়ে ফেলুন। পরের দিন শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন।৪. মাসে মাত্র ২ বার ব্যবহার করুন চুলে মেহেদি পাতা। দেখবেন চুল অনেক ঘন এবং কালো হয়ে গিয়েছে।এইচএন/পিআর

Advertisement