ক্যাম্পাস

মাতৃভাষা দিবসে ঢাবির কর্মসূচি

বাঙালির জাতীয় চেতনার প্রতীক মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের যাবতীয় অনুষ্ঠানের ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ বছরও যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিবসটি পালনের জন্য সকল কার্যক্রম গ্রহণসহ কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি।দিবসটি উপলক্ষে ‘অমর একুশে উদযাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ এবং বিভিন্ন সাব-কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয় কমিটি দিবসটি সুষ্ঠুভাবে পালনের বিস্তারিত কর্মসূচি গ্রহণসহ একুশের প্রথম প্রহরে পুস্পার্ঘ্য অর্পণের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীমূল প্রস্তুত করেছে।এছাড়া বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ভোর ৬টা ৩০ মিনিটে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে প্রভাতফেরী আজিমপুর কবরস্থান হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ।এছাড়া বাদ জোহর অমর একুশে হলে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত, বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া ও সকল হলের মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের প্রতি শান্তি কামনা করে বিশেষ মোনাজাত। এমএইচ/আরএস/আরআইপি

Advertisement