খেলাধুলা

ফিরতি লেগেও চেহারা বদলাতে পারেনি মধ্যাঞ্চল

সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বর্তমান চ্যাম্পিয়ন ওয়াল্টন মধ্যাঞ্চলের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় তিন ম্যাচে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে দলটি। ফিরতি লেগেও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছে না তারা। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম দিনে ২৩২ রান সংগ্রহ করেছে মোশারফ রুবেলের দল। তবে হারিয়েছে মূল্যবান ৭টি উইকেট।রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে মধ্যাঞ্চল। ব্যাট করতে নেমে শুরুতেই পেসার আবু জায়েদ রাহীর তোপে পড়েন তারা। ১১ রানেই দুই উইকেট হারিয়ে চাপে পড়েন তারা। তবে তৃতীয় উইকেটে ওপেনার সাইফ হাসানকে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন মার্শাল আইয়ুব। ৫৩ রানের জুটিও গড়েন তারা।তবে দলীয় ৬৪ রানে সাইফ বিদায় নিলে আবারও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দলীয় ১০৩ রানেই হারান প্রথম সারির ৫ ব্যাটসম্যানকে। নুরুল হাসান সোহানের সঙ্গে ৫১ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শুভাগত হোম। ব্যক্তিগত ৪৬ রানে সাকলাইন সজীবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন শুভাগত।এরপর অধিনায়ক মোশারফ হোসেনকে নিয়ে জুটি গড়েন সোহান। ষষ্ঠ উইকেটে ৫৬ রান যোগ করেন এ দুই ব্যাটসম্যান। তবে দলীয় ২১০ রানে আফিফ হোসেনের বলে বোল্ড হয়ে যান সোহান। ফলে আবারও চাপে পড়ে যায় দলটি। এরপর মোহাম্মদ শরীফকে নিয়ে ২২ রানের জুটি গড়ে এখনও অপরাজিত আছেন মোশারফ।পূর্বাঞ্চলের পক্ষে ৫২ রানে ৪টি উইকেট নিয়ে সেরা বোলার আবু জায়েদ রাহী। এছাড়া ১টি করে উইকেট নিয়েছেন আফিফ হোসেন, সাকলাইন সজীব ও আবুল হাসান রাজু।আরটি/আইএইচএস/জেআইএম

Advertisement