ক্যারিয়ারের সেরা সময়টাই পার করছেন তুষার ইমরান। গত ডিসেম্বরেই বাংলাদেশের হয়ে সর্বাধিক প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন তিনি। এরপর প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে সে রেকর্ডকে আরও সুদৃঢ় করছেন এ মিডেল অর্ডার ব্যাটসম্যান। রোববার বিসিএলের ফিরতি লেগের প্রথম ম্যাচে ওয়াল্টন মধ্যাঞ্চলের বিপক্ষে আরও একটি দারুণ সেঞ্চুরি হাঁকান প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের এ ব্যাটসম্যান। আর তার সেঞ্চুরিতে ভর করে প্রথম দিনে ৩ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছে দলটি।সাভারের বিকেএসপিতে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল। শুরুটা দারুণ করেন দুই ওপেনার এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। তবে দলীয় ৫১ রানে শফিউল ইসলামের বলে বোল্ড হয়ে যান এনামুল (৩৯)। এরপর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি আরেক ওপেনার সৌম্য সরকারও (২৬)। দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে যান তিনি।তিন নম্বরে নেমে ৩১ রান করে আউট হন সদ্য ইনজুরি থেকে ফেরা ইমরুল কায়েস। সানজামুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। এরপর দলের হাল ধরেন দুই বর্ষীয়ান ক্রিকেটার শাহরিয়ার নাফীস ও তুষার ইমরান। এ দুই ব্যাটসম্যান দিনের শেষপর্যন্ত ব্যাটিং করে অপরাজিত ১৫৮ রানের জুটি গড়েন। ফলে প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯২ রানের সংগ্রহ পায় দক্ষিণাঞ্চল।দারুণ ব্যাটিং করে ক্যারিয়ারের ২২তম প্রথম শ্রেণির সেঞ্চুরি তুলে নেন তুষার। ২৩৪ বল মোকাবেলা করে ১২৭ রানে অপরাজিত আছেন এ ব্যাটসম্যান। ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে নিজের এ ইনিংস সাজান তিনি। তার সঙ্গী নাফীস তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। ১২৭ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫০ রানে অপরাজিত আছেন তিনি। মধ্যাঞ্চলের পক্ষে ১টি করে উইকেট পেয়েছেন সানজামুল ও শফিউল।আরটি/আইএইচএস/আরআইপি
Advertisement