সোমালিয়ার রাজধানী মোগাদিসুর কাছে একটি ব্যস্ত রাস্তার মোড়ে বোমা বিস্ফোরণে অন্তত ১৪জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে ৩০ জন। প্রত্যক্ষদর্শী ও দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বিস্ফোরিত হওয়ায় এ হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ হুসাইন আল-জাজিরাকে বলেন, শক্তিশালী বিস্ফোরণ হয়েছে। সম্ভবত গাড়িবোমার বিস্ফোরণ। রোববার মোগদিসুর মোদিনা জেলার ওই বিস্ফোরণে দোকান-পাটও ক্ষতিগ্রস্ত হয়েছে।নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ জিলিবে বলেন, আমরা ১৪ জনের মরদেহ গণনা করেছি। এছাড়া ৩০ জনেরও বেশি আহত হয়েছে। বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। দেশটির জঙ্গিগোষ্ঠী আল-শাবাব প্রায়ই বিভিন্ন হামলার দায় স্বীকার করলেও সর্বশেষ এই বিস্ফোরণের দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এসআইএস/জেআইএম
Advertisement