জাতীয়

আবুধাবিতে প্রধানমন্ত্রীর সাড়ে পাঁচ ঘণ্টা যাত্রাবিরতি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি সানগ্রিলা হোটেলে সাড়ে ৫ ঘণ্টা যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানিতে অনুষ্ঠিত ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলন শেষে দেশে ফেরার পথে তিনি এ যাত্রাবিরতি করেন।আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। পরে আমিরাতে সাড়ে ৫ ঘণ্টা যাত্রাবিরতি শেষে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থায়ী সময় দুপুর ১টায় ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।এ সময় আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদার ও আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।বাংলাদেশ সময় রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছর কথা।আরএস/আরআইপি

Advertisement