চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে দু’দিনব্যাপী ফুড ফেস্টিভ্যাল। স্থানীয় বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ (বাওয়া) মাঠে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।ফেস্টিভ্যালে জনপ্রিয় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডার উদ্যোগে আয়োজন করা হয় বিশেষ গেইম শো। দ্য ডার্ক গেইম ও দ্য হুইল অব ফরচুন নামের গেইমের মাধ্যমে গ্রাহকদের নির্দিষ্ট পণ্যে ১০ ভাগ ছাড় এবং আকর্ষণীয় পুরস্কার দেয় ফুডপান্ডা।ফুডপান্ডার বিপণন কর্মকর্তা সাকেরিনা খালেদ জানান, ভোজনরসিকদের জন্য এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। যার প্রধান পৃষ্ঠপোষকতায় ছিল ফুডপান্ডা। ফেস্টিভ্যালের মাধ্যমে আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলোর তথ্য সবার কাছে তুলে ধরার চেষ্টা করেছি।মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো হলো- বারকোড, ধাবা, ওয়েল ফুড, বনফুল, বারগুইসটা, টিসিবান, ইন্সটা হোম, ম্যাজ্জান খাইলে আইও, ক্যাপে এট্টি এইট, বোম টাউন, বারকোড বেকারি, মামিয়া, হ্যাংগার এস্টাইক, মিলানো ও এসেন্সিয়ার ফুড।উল্লেখ্য, ইউরোপ, এশিয়া আফ্রিকাসহ বিশ্বের ৪৬টিরও বেশি দেশে ফুডপান্ডার কার্যক্রম রয়েছে। www.foodpanda.com.bd সাইটে গিয়ে ফুডপান্ডা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং অর্ডার দেয়ার নিয়মকানুন জানা যাবে। বাংলাদেশের ঢাকা, সিলেট ও চট্টগ্রামে সেবা দিচ্ছে ফুডপান্ডা।এএ/পিআর
Advertisement