জাতীয়

২৪ অক্টোবর মেডিকেলে ভর্তি পরীক্ষা

দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আগামী ২৪ অক্টোবর পরীক্ষা নেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (মেডিকেল এডুকেশন )এ বি এম আবদুল  হান্নান বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ২৪ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের সব পাবলিক ও প্রাইভেট মেডিকেল ও ডেন্টাল কলেজে একযোগে পরীক্ষা হবে। এবার সারা দেশে ২২টি কেন্দ্রে এই পরীক্ষা নেয়া হবে বলে জানান তিনি।বর্তমান পদ্ধতি অনুযায়ী এসএসসি ও এইচএসসির ফল মিলিয়ে অন্তত ৮ জিপিএ থাকলে মেডিকেলে ভর্তির আবেদন করা যায়। এরপর পরীক্ষার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীই ভর্তির সুযোগ পান। এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ২০ থেকে বাড়িয়ে ৪০ করা হয়েছে।বাংলাদেশের সবগুলো মেডিকেল ও ডেন্টাল কলেজ মিলিয়ে মোট আট হাজার ৪৯৩টি আসন রয়েছে। এর মধ্যে ২২টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা দুই হাজার ৮১১টি। আর ৫৩টি বেসরকারি মেডিকেলে ৪ হাজার ২৪৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পান। এছাড়া ৯টি ‘পাবলিক’ ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৫৬৭টি আসন রয়েছে।

Advertisement