খেলাধুলা

বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন ফিকে হয়ে গিয়েছিল আগেই; ভারতের কাছে ৯ উইকেটে হাররে পর। তারপরও বাংলাদেশ নারী দলের একটা সুযোগ ছিল; তা অবশ্য অসাধ্যকে সাধন করার মতোই। বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের পয়েন্ট টেবিল বলছিল সে কথাই।বাংলাদেশের সামনে দুটি পথ খোলা ছিল। এক. রোমানার দল যদি আগে ব্যাটিং করে, আর শ্রীলঙ্কাকে অন্তত ৮৫ রানে হারাতে হতো। দুই. পরে ব্যাটিং করলে লক্ষ্যে পৌঁছাতে হবে বেশ কিছু ওভার বাকি থাকতেই। বাংলাদেশ সেটা পারলো কই?উল্টো বৃষ্টি আইনে লঙ্কান নারীদের কাছে ৪২ রানে হেরে গেছে বাংলাদেশ। আর তাতে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্নটাও শেষ হয়ে যায় রোমানা আহমেদে দলের। হতাশা নিয়েই দেশে ফিরতে হচ্ছে তাদের।১৯৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই হোঁচট খায় শারমিন সুলতানাকে (০) হারিয়ে। এরপর ২৫ রান তুলতেই সফরকারীদের নেই ৩ উইকেট। ওপেনার নিগার সুলতানা দলের পক্ষে সর্বোচ্চ ২৪ রান করেন। ২১ রানে অপরাজিত ছিলেন শায়লা শারমিন। ৭ রানে ব্যাট করছিলেন সালমা খাতুন। কিন্তু ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৮ রান তুলতেই ম্যাচটিতে হানা দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে খেলা মাঠে না গড়ালে বৃষ্টি আইনে শ্রীলঙ্কাকে জয়ী ঘোষণা করা হয়।এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে শ্রীলঙ্কা। দলীয় ৩৯ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। সালমা খাতুনের শিকার হয়ে ১৯ রান করে সাজঘরে ফেরেন হানসিকা। অপর ওপেনার পেরেরার ব্যাট থেকে এসেছে ৩২ রান। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন চামারি আতাপাত্তু। এরপর খুব একটা জুটি গড়তে পারেনি শ্রীলঙ্কা। ১২ রানে অপরাজিত ছিলেন প্রাবিধানী। বাংলাদেশের সেরা বোলার সালমা খাতুন; ৯ ওভারে ৩টি মেডেনসহ ১৮ রান দিয়ে ৩ উইকেট পকেটে পুরেছেন। একটি করে উইকেট দখলে নিয়েছেন সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, রোমানা আহমেদ ও শায়লা শারমিন।এনইউ/জেআইএম

Advertisement