বিনোদন

কিছু ভুল মন রাঙালো

সব ভুল বেঠিক নয়। কিছু ভুল ফুলের মতোই সৌরভ ছড়ায়। আনন্দের ফাল্গুধারায় রাঙিয়ে যায় মন।তেমনি একটি ভুল হলো শনিবার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে। আর সেই ভুলে আমরা দেখলাম দেশের তিন কিংবদন্তি নারীর প্রাণ খোলা হাসি, আনন্দের উচ্ছ্বাস। যা ছুঁয়ে গেল সবার মন।পুরস্কার নেয়ার জন্য ডাকা হচ্ছিলো ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা গায়িকাদের নাম। ‘দেবদাস’ ছবির ‘এ জীবন ধূপের মতো গন্ধ বিলায়’ গানের জন্য রুনা লায়লা আর ‘ভালোবেসে একবার কাঁদালে না আমাকে’ গানের জন্য সেরা গায়িকা হয়েছেন সাবিনা ইয়াসমিন।একসাথে মঞ্চে এলেন বাংলা গানের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।উষ্ণ করতালিতে তাদের স্বাগতম জানালো উপস্থিত জনতা। পুরস্কার পরিয়ে দিতে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে রুনাকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রফি আর স্মারকও প্রদান করলেন। যখন সাবিনাকে পরাতে যাবেন তখনই হাসতে শুরু করলেন প্রধানমন্ত্রী। প্রথমে কিছু বুঝে উঠতে না পেরে সামনে বসে হাসছিলাম সবাই। পরে বুঝে হাসলাম প্রাণ খুলে।বিষয়টা ছিলো রুনা লায়লাকে যে পদক পরিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী সেটাতে সাবিনার নাম লিখা ছিলো। সাবিনাকে পদক পরাতে গিয়ে ধরা পড়লো সেই ভুল। আর নিজের এমন ভুল দেখেই হাসতে শুরু করলেন শেখ হাসিনা। ব্যাপারটা বুঝতে পেরে হাসিতে যোগ দিলেন সঙ্গীতের দুই পাখি রুনা ও সাবিনাও। এই ভুল ফুলের মতোই সুবাস ছড়িয়ে গেল পুরো মিলনায়নে।হাসি শেষে প্রধানমন্ত্রীর অনুরোধে তার পরিয়ে দেওয়া পদক খুলে ফিরিয়ে দেন রুনা। এরপর তাকে তার নাম লেখা পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। তারপর তার কাছ থেকে পদক, ট্রফি আর স্মারক নেন সাবিনা।শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের মধ্যে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এলএ/আরআই

Advertisement