আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর টহল

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপে টহল শুরু করেছে বিমান বহনে সক্ষম মার্কিন রণতরী ইউএসএস কার্ল ভিনসন। তবে যুক্তরাষ্ট্র এই টহলকে নিয়মিত অভিযানের অংশ বলে উল্লেখ করেছে। খবর বিবিসির।  মাত্র একদিন আগেই চীনের পররাষ্ট্রমন্ত্রী বিতর্কিত ওই দ্বীপে বেইজিংয়ের সার্বভৌমত্বের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানোর বিরুদ্ধে ওয়াশিংটনকে সতর্ক করেছে। চীনের এমন সতর্কতার মাত্র একদিন পরেই যুক্তরাষ্ট্রের তরফ থেকে এমন অভিযান শুরু হলো। দীর্ঘদিন ধরেই ওই এলাকার মালিকানা দাবী করছে চীন। ওই এলাকায় কৃত্রিম দ্বীপ তৈরি করছে দেশটি। দুই বছর আগেও মালয়েশিয়ার নৌবাহিনী ও বিমান বাহিনীর সঙ্গে এক যৌথ সামরিক মহড়ার অংশ নিতে দক্ষিণ চীন সাগরে গিয়েছিল মার্কিন রণতরীটি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে ৩৫ বছরে ১৬ বার বিতর্কিত ওই দ্বীপে ভ্রমণ করেছে এটি। চলতি বছরের ২০ জানুয়ারি শপথ গ্রহণের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পরই শপথ নিয়েছে তারা দক্ষিণ চীন সাগর চীনকে দখল করতে দেবে না। বুধবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং সুয়াং বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান করছি চীনের সাবভৌমত্ব ও নিরাপত্তাকে চ্যালেঞ্জ করে এমন কোনো পদক্ষেপ যেন না নেয়া হয়।’টিটিএন/এমএস

Advertisement