আর্জেন্টিনায় একটি বাস উল্টে ১৯ জন নিহত হয়েছে। চিলি সীমান্তের কাছে আর্জেন্টিনার অ্যান্ডেসের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। খবর বিবিসির। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া এক আরোহী জানিয়েছেন, যাত্রীরা উদ্বেগ প্রকাশ করার পরেও বাসটি খুব দ্রুত গতিতে চালানো হচ্ছিল। বৃহত্তম অ্যাকনকাগুয়া পর্বতের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। এশিয়ার বাইরে এটিই দ্বিতীয় উচ্চতম পর্বত। বাস দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনায় তিন শিশু নিহত হয়েছে। এর আগে ২০১৫ সালে আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি বাস একটি ব্রিজ থেকে পড়ে গিয়ে কমপক্ষে ৪১ জন নিহত হয়। এদের মধ্যে অধিকাংশই ছিলেন পুলিশ কর্মকর্তা। টিটিএন/এমএস
Advertisement