এবারের বিশ্বকাপে সমালোচনার টপে রয়েছে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ-ভারতের ম্যাচ। এই ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ করায় শেষ পর্যন্ত আইসিসির সভাপতির পদ থেকে পদত্যাগ করে আ হ ম মোস্তফা কামাল। তবে এতো কিছু ঘটে যাওয়া সেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ারদের নিয়ে এবং আইসিসিতে কি হচ্ছে তা নিয়ে মন্তব্য করতে একদমই নারাজ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। মাশরাফি বলেন, দেশে আসার পর সমর্থকরা যে ভাবে গ্রহণ করেছে তা আমরা প্রত্যাশা করিনি। আমাদেরও ইচ্ছে ছিল ২৯ শে মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকার, কিন্তু হয়নি। তবে আইসিসিতে এখন কি হচ্ছে তা নিয়ে ক্রিকেটার হিসেবে আমি কোন মন্তব্য করতে পারি না, এই বিষয়ে কর্মকর্তারাই ভালো বলতে পারবেন।গত বুধবার দেশে ফিরে আইসিসির অনিয়মের কথা তুলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেছেন আহম মুস্তফা কামাল।আরএস/পিআর
Advertisement