খেলাধুলা

বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত

রাজধানীর ধানমন্ডিস্থ জাতীয় বাস্কেটবল জিমনেশিয়ামে শনিবার সন্ধ্যা ৭টায় বিজিবি-বিএসএফ প্রীতি বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।প্রীতি এই বাস্কেটবল খেলায় ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কে ১১ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন (১৮-২২ ফেব্রুয়ারি) উপলক্ষে এ খেলার আয়োজন করা হয়।প্রীতি বাস্কেটবল খেলায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ও বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা, পর্যায়ের সীমান্ত সম্মেলনে অংশগ্রহণকারী উভয় দেশের প্রতিনিধিবৃন্দ প্রীতি বাস্কেটবল ম্যাচ উপভোগ করেন। খেলায় বিজিবি ৪০ এবং বিএসএফ ২৯ পয়েন্ট পায়। ১১ পয়েন্টের ব্যবধানে হার মানে বিএসএফ।খেলা শেষে উভয় মহাপরিচালক বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেছেন। খেলায় বিজিবি দল বিজয়ী হয়।উল্লেখ্য, রোববার সকাল সাড়ে ৯ রাজধানীর পিলখানাস্থ বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে বিজিবি-বিএসএফ সম্মেলন শুরু হবে। বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা’র নেতৃত্বে ১৯ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল আজ ঢাকায় পৌঁছায়। প্রতিনিধিদলে বিএসএফ সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফ্রন্টিয়ার আইজি, ভারত সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ রয়েছেন। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেসেনের নেতৃত্বে ২৮ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহন করছে।জেইউ/এআরএস

Advertisement