আগামী ৮ এপ্রিল মঙ্গলবার শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর অষ্টম সংস্করণ। সেই উপলক্ষ্যে উদ্বধোনী মঞ্চে তারার হাট বসতে চলেছে কলকাতার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। প্রতিবারের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে নানা চমক।আইপিএল সূত্রে খবর, এবারের শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকছেন সইফ আলি খান। এছাড়া মঞ্চ মাতাতে থাকছেন ফারহান আখতার ও তার ব্যান্ড, শাহিদ কাপুর, বিরাট কোহলির বান্ধবী তথা বলিউড হার্টথ্রব আনুশকা শর্মা, সুরকার প্রিতম ও তার ব্যান্ড এবং হৃত্বিক রোশন।যুবভারতীতে আইপিএল উদ্বোধনী মাতাবেন হৃত্বিক, অনুষ্কারা হৃত্বিক। অনুষ্কাদের অনুষ্ঠান শেষে আইপিএলের আটটি দলের অধিনায়করা মঞ্চে প্রবেশ করবেন। গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর মঞ্চে এসে ট্রফিটি ফিরিয়ে দিয়ে এবারের সংস্করণের সূচনা করবেন। মোট ২ ঘণ্টার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সন্ধে ৭টা ৩০ মিনিট থেকে টিভিতে দেখা যাবে।প্রসঙ্গত, এবার আইপিএলের মাঝেই কলকাতা পৌরসভার নির্বাচন থাকায় বেশ কিছু ম্যাচের দিন ও স্থান বদলে দিতে বাধ্য হয়েছে আইপিএল কর্তৃপক্ষ।আরএস/পিআর
Advertisement