খেলাধুলা

মাহমুদউল্লাহর কোয়েটার সামনে বিশাল লক্ষ্য

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাহমুদউল্লাহ রিয়াদের কোয়েটা গ্লাডিয়েটর্সের সামনে বিশাল লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে ব্রেন্ডন ম্যাককালামের লাহোর কান্দার্স। জয়ের জন্য কোয়েটার দরকার ২০১ রান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০০ রান তুলেছে লাহোর।লাহোরকে শুভসূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও ফাখর জামান। দুজনে মিলে গড়েন ৭৭ রানের জুটি। জুলফিকর বাবরের শিকার হওয়া ফাখর জামান করেন ৪৭ রান। তার ৩১ বলের ইনিংসটি সাজানো ৬টি চার ও একটি ছয়ে। জেসন রয় সাজঘরে ফিরেছেন ফিফটি তুলে নিয়েই। হাসান খানের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ২৭ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ এই ওপেনার। তিনে ব্যাট করতে নামা উমর আকমল ১৩ রান করেই হাসান খানের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দেন। লাহোরের দুই অপরাজিত ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ও ডেলপোর্ট। ২৮ বলে একটি চার ও চারটি ছক্কায় ৪৬* রানের টর্নেডো ইনিংস খেলেন রিজওয়ান। ২১ বলে একটি চার ও তিনটি ছক্কায় ৩৫* রান আসে ডেলপোর্টের ব্যাট থেকে। ব্যাট করতে নামেননি দলীয় অধিনায়ক ম্যাককালাম।২ ওভারে ২৩ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মাহমুদউল্লাহ। ৪ ওভারে ২৮ রান খরচায় দুটি উইকেট নেন হাসান খান। একটি উইকেট পকেটে পুরেছেন জুলফিকর বাবর।এনইউ/জেআইএম

Advertisement