জাতীয়

বিনা বিচারে আটক ৫০০ বন্দি স্বপ্ন দেখছেন সুবিচারের

সুবিচারের স্বপ্ন দেখছেন দেশের বিভিন্ন কারাগারে বিনা বিচারে বন্দি ৫০০ আসামি। পাঁচ বছরের বেশি সময় ধরে তারা বন্দি। মামলার আলামত নষ্ট, সাক্ষী হাজির না হওয়াসহ তদন্ত কার্যক্রম শেষ না হওয়ায় তারা আটক রয়েছেন। কারা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।  সূত্র জানায়, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের সব জেলে পাঁচ বছরের বেশি সময় ধরে বিনা বিচারে বন্দিদের তথ্য চেয়ে নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনা অনুসারে দেশে মোট ৪৮৮ বন্দি পাওয়া যায়। এর বাইরে ৮/১০ বছর ধরে বিনা  বিচারে বন্দি রয়েছেন এমন আসামিও পাওয়া গেছে। এসব আসামির অধিকাংশই অপেক্ষাকৃত দরিদ্র।কারা অধিদফতরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, প্রধান বিচারপতির কল্যাণে বিনা বিচারে বছরের পর বছর বন্দিরা নতুন করে সুবিচারের স্বপ্ন দেখছেন। তিনি আরও জানান, অতীতে কোনো প্রধান বিচারপতি স্বউদ্যোগী হয়ে এতো কারা পরিদর্শনের নজির নেই। প্রধান বিচারপতি ইতোমধ্যেই কাশিমপুর, কেরানীগঞ্জ ও সিলেট কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি বিনাবিচারে বন্দিদের সম্পর্কে জানতে পেরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তাদের তালিকা তৈরি ও  মামলার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।  কারা অধিদফতরের আরেক কর্মকর্তা বলেন, বিনা বিচারে আটক বন্দিদের সম্পর্কে নিয়মিত রিপোর্ট বিভাগীয় পুলিশ প্রধানকে পাঠানো হলেও এতদিন তারা সব তথ্য জেনেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন না। শুধুমাত্র কারা অধিদফতরকে ঢালাওভাবে দোষ দেয়া হতো।  কারা অধিদফতরের এআইজি (প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রধান বিচারপতি বিভিন্ন কারাগার পরিদর্শনের পর বিনাবিচারে বন্দিদের মামলার তদন্ত কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট সকলেই তৎপর রয়েছেন।   এমইউ/এএইচ/আরআইপি

Advertisement