খেলাধুলা

আমাদের ঘুরে দাঁড়াতে হবে : সুয়ারেজ

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৪-০ গোলে হার। বার্সেলোনাকে শেষ আটে উঠতে হলে দ্বিতীয় লেগে পাঁচ গোলের ব্যবধানে জিততে হবে। অনেকে তো চলতি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সার ‘বিদায়ই’ দেখে ফেলছেন! কিন্তু লুইস সুয়ারেজ সেটা মনে করেন না। উরুগুইয়ান এই স্ট্রাইকার মনে করেন, এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব।স্প্যানিশ মিডিয়াকে সুয়ারেজ বলেন, ‘যদি বার্সা ইতিহাস গড়তে চায়, তাহলে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। যখন আমরা হেরে যাই, তখন আমরা দোষী। বার্সার পক্ষে এখনও ঘুরে দাঁড়ানো সম্ভব। আমার ট্রেবল জিতেছিলাম; সুতরাং নিজেদের নিয়ে আমরা আত্মবিশ্বাসী।’এদিকে আর একটি বাধা পেরুলেই কোপা দেল রের শিরোপা ঘরে তুলবে বার্সা। কিন্তু কোপার ফাইনালে খেলতে পারছেন না সুয়ারেজ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুটি হলুদ কার্ড পাওয়ায় শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি নিষিদ্ধ। সুয়ারেজের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করেছিল বার্সা। কিন্তু আপিল বিভাগ সেই আপিল খারিজ করে দিয়েছেন। আলাভেসের বিপক্ষে ফাইনালে তাই দর্শক হয়ে থাকতে হচ্ছে সুয়ারেজকে। কী আর করার! আদালতের রায় মেনে নিয়েই বার্সা স্ট্রাইকার বলেন, ‘আদালত যা বলেছেন, তা-ই হবে (মানতে হবে)।’এনইউ/আরআইপি

Advertisement