দেশের অন্যতম বৃহত্তম দল বিএনপির বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। আসন্ন সিটি নির্বাচন উপলক্ষে ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ এই স্লোগানটি বিএনপি চুরি করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।দল দু’টির দাবি ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ স্লোগানটি তাদের। এই স্লোগানের ব্যানারেই ঢাকা সিটি নির্বাচনে মেয়র পদে সিপিবি-বাসদ সমর্থিত ঢাকা উত্তরে আব্দুল্লাহ আল কাফি রতন ও ঢাকা দক্ষিণে বজলুর রশীদ ফিরোজ প্রার্থী হয়েছেন।সিপিবি-বাসদ তাদের স্লোগান চুরির প্রতিবাদে আজ (শনিবার) বিকেলে ৪টায় প্রগতি মিলনায়তনে (মুক্তি ভবন, ২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে অভিযোগের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, সবার জন্য বাসযোগ্য ঢাকা- এটা একটি সার্বজনীন স্লোগান। আমরা দীর্ঘদিন ধরে সবার বসবাস উপযোগী ঢাকার কথা বলে আসছি। এটা তাদের স্লোগান নয়। এএইচ/পিআর
Advertisement