ভারতের আসামে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি)-এর পাঁচ জঙ্গি নিহত হয়েছেন। বুধবার সকালে অসামের চিরাং জেলায় এ ঘটনা ঘটে।সাম্প্রতিক সময়ে আসামের বড়োল্যান্ডের এই সন্ত্রাসী গোষ্ঠি মুসলিম বসতিতে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি মুসলিমকে হত্যা করেছে।আসাম রাজ্য পুলিশের আইজি এল আর বিষ্ণোই জানান, বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে চিরাং জেলার রুনিকাঠা পুলিশ থানার অন্তর্গত রায়মাটির জঙ্গলমহলে যৌথবাহিনী তল্লাশিতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে এনডিএফবির সদস্যরা। পরে পাল্টা গুলি চালায় পুলিশও। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাঁচজনের।নিহতদের কাছ থেকে একটি একে সিরিজের রাইফেল, পাঁচটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, পাঁচটি গ্রেনেড, ৬০ রাউন্ড গুলি, নগদ এক লক্ষ রুপি উদ্ধার করা হয়।
Advertisement