মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, জানুয়ারির শেষের দিকে ফিলিপাইনে মাদকবিরোধী হত্যার সংখ্যা কমে এলেও ফেব্রুয়ারিতে তা আবার বেড়েছে। প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে তার মাদকবিরোধী যুদ্ধ থেকে পুলিশ প্রত্যাহার করে নিলেও হত্যা অব্যাহত রয়েছে। আততায়ীর হাতে এখনো নিরীহ মানুষ হত্যার শিকার হচ্ছে।গেল বছরের মে থেকে দেশকে মাদকমুক্ত করার কথা বলে আসছেন দুতার্তে। তবে অভিযোগ রয়েছে, এর নামে তিনি আসলে বিরোধীদের দমন করছেন।মাদকবিরোধী অভিযানের সাত মাসে পুলিশের হাতে দুই হাজার ৫৫৫ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হন। নানাভাবে মারা যান আরো তিন হাজার ৯৩০ জন।গেল ৩১ জানুয়ারি অভিযান থেকে পুলিশ প্রত্যাহার করে নেন দুতার্তে। অ্যামনেস্টির অভিযোগ দেশটিতে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নামে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এনএফ/এমএস
Advertisement