পূর্নাঙ্গ সিরিজ খেলতে ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাবে জানা গেলেও, চূড়ান্ত হচ্ছিল না ম্যাচের সূচি। অবশেষে চূড়ান্ত সূচি ঘোষণা করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। টাইগারদেরে পূর্ণাজ্ঞ এই সফর শুরু হবে টেস্ট সিরিজের মাধ্যমে। ৭ মার্চ শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে টাইগাররা। এর আগে ২-৩ মার্চ একটি দুইদিনের অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ মার্চ কলম্বোতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টই বাংলাদেশের শততম টেস্ট। এদিকে কলম্বোতেই ২২ মার্চ একটি ওয়ানডে অনুশীলন ম্যাচ খেলবে বাংলদেশ। ডাম্বুলায় প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ হবে ২৫ ও ২৮ মার্চ। শেষ একদিনের ম্যাচটি হবে ১ এপ্রিল এসএসসিতে। আর দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৪ ও ৬ এপ্রিল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।শ্রীলঙ্কা সফরের সূচি:প্রস্তুতি ম্যাচ (২-৩ মার্চ) - মোরাতুয়া ক্রিকেট স্টেডিয়ামপ্রথম টেস্ট (৭-১১ মার্চ) - গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামদ্বিতীয় টেস্ট (১৫-১৯ মার্চ) - পি সারা ওভালপ্রস্তুতি ম্যাচ (২২ মার্চ) - কলম্বোপ্রথম ওয়ানডে (২৫ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামদ্বিতীয় ওয়ানডে (২৮ মার্চ) - রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামতৃতীয় ওয়ানডে (১ এপ্রিল) - সিংহলি স্পোর্টস ক্লাব গ্রাউন্ড, কলম্বোপ্রথম টি-টোয়েন্টি (৪ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম দ্বিতীয় টি-টোয়েন্টি (৬ এপ্রিল) - আর প্রেমাদাসা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এমআর/এমএস
Advertisement