রাজনীতি

আপিলে বৈধতা পেলেন দক্ষিণের মেয়রপ্রার্থী

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর আপিল শুনানিতে মনোনয়নপত্র বৈধ হয়েছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই শুনানি হয়। ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান এ শুনানি করছেন। শুনানি শেষে রেজাউল করিম চৌধুরী বলেন, তার মনোনয়নপত্রে ভোটার নম্বরের জায়গায় জাতীয় পরিচয়পত্রের নম্বর দেওয়া হয়েছিল। এ কারণে রিটার্নিং কর্মকর্তা আপত্তি জানিয়েছিলেন। আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এটা অবশ্যই বিজয়ের অনুভূতি। তিনি সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী বলে জানা গেছে। সূত্র জানায়, এখন পর্যন্ত সাতজন কাউন্সিলর প্রার্থীর আপিলের শুনানি হয়েছে। তাদের প্রায় সবারই মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রয়েছে। মোট আপিল করেছেন ১০৭ জন প্রার্থী। এর মধ্যে দক্ষিণে ৩ মেয়র ও ৭২ কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এছাড়া উত্তরে দুজন মেয়র ও ৩০ কাউন্সিলর প্রার্থী আপিল করেছেন।এএইচ/পিআর

Advertisement