ক্যাম্পাস

বইয়ের ছবি প্রতিযোগিতায় প্রথম জবি শিক্ষার্থী

বইয়ের ছবি প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফয়সাল খান।শুক্রবার সন্ধ্যা সাতটায় শিল্পকলা একাডেমীর চিত্রশালার মিলনায়তনে এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন বই পড়ুয়াদের জনপ্রিয় ফেসবুকভিত্তিক সংগঠন `বইপোকাদের আড্ডাখানা`।প্রায় দেড় লাখ সদস্যের এই গ্রুপের উদ্যোগে সম্প্রতি হয়ে গেল `বইয়ের ছবি ` শীর্ষক ফটোগ্রাফিক প্রতিযোগিতা।ফয়সালের ছবিটি সাড়ে তিনশ ছবির মধ্যে বিভিন্ন স্তরে বাছাই শেষে প্রথম স্থান অধিকার করে । এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ওয়াসি আহমেদ রাফি ও স্বপ্নীল সাহা।অনুষ্ঠানে ফয়সাল খান বলেন, আত্ম উন্নয়নের জন্য সকলেরই বই পড়া উচিত। বই মানুষকে উন্নত করে, চিন্তার জগতকে করে শাণিত, পৃথিবীকে জানতে হলে, বুঝতে হলে বই পড়ার বিকল্প নেই।এসএম/এআরএস

Advertisement