কিছুটা অবাক করা শিরোনাম হলেও ব্যাপারটা সত্যি। সম্প্রতি এমনই একটি ড্রোন বানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। অদ্ভুত আকৃতির এই ড্রোনটি পানিতে ভাসিয়ে দিলে সাঁতার কাটে আর আকাশে উড়িয়ে দিলে উড়তেও জানে। হাঁস আকৃতির এই ড্রোন দিয়েই এখন থেকে প্রতিপক্ষকে শিকার করবে সাবমেরিন যুক্তরাষ্ট্র। ড্রোনটি পানির উপর দিয়ে চলাচলের সময়ই পানির নিচে থাকা সাবমেরিনের গতিপথ নির্ণয় করতে পারবে এবং সেটি নষ্ট করতে সক্ষম হবে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই ড্রোনটির নাম দিয়েছে ফ্লিমার। জলে এবং স্থলে উভয় জায়গায় কাজ করতে সমান পারদর্শী এই ড্রোনটি।চুড়ান্ত পর্যায়ে প্রস্তুত করতে এখনো বহু কাজ বাকি থাকলেও প্রাথমিক সব ডিজাইন সফলভাবেই সম্পন্ন হয়েছে বলে মার্কিন নৌবাহিনী সূত্র জানিয়েছে।রাআহা/এলএ/পিআর
Advertisement